আস সালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ্। বাংলাদেশ সম্পর্কে জানুন। এখানে রয়েছে ইসলামী বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য ভাণ্ডার যা প্রতিটি মুসলমানের জন্য জানা অত্যাবশ্যক।***
যে কোন রোগের চিকিৎসা সেবা সহ অনলাইনে ফ্রি ডাক্তারের সাথে পরামর্শের সুযোগ ***
ডাঃ আহমদ ইমতিয়াজ ডি.এইচ.এম.এস, বি.এইচ.এম.সি (ঢাকা) মোবাইল - 01914440430 ই-মেইলঃ drahmadimtiaj@gmail.com ***

আহলে সুন্নত ওয়াল জামাত এর আক্বিদা

আহলে সুন্নত ওয়াল জামাত এর আক্বিদা
১. সর্বশক্তিমান মহান আল্লাহ পাক তিনি এক এবং উনার মত দ্বিতীয় কেউ নেই।

২. মহান আল্লাহ পাক উনার কোন শরীক নেই ।

৩. মহান আল্লাহ পাক উনার কোন আকৃতি নেই ।

৪. মহান আল্লাহ পাক তিনি উনার ইলম ও কুদরতের মাধ্যমে সর্বত্র বিরাজমান এবং আসমা ও সিফতের মাধ্যমে সর্বত্র হাজির-নাজির হয়ে থাকেন ।

৫. মহান আল্লাহ পাক উনাকে দুনিয়াবী জীবনে কেউই হাক্বীক্বীভাবে দেখতে পারবে না, কিন্তু উনার মিছালী সুরত দেখা সম্ভব ।

৬. মহান আল্লাহ পাক তিনি হচ্ছেন সর্বশক্তিমান ।

৭. মহান আল্লাহ পাক তিনি কারও উপর নির্ভরশীল নন।

৮. কেউই মহান আল্লাহ পাক উনার সমকক্ষ নয়।

৯. কুরআন শরীফ আল্লাহ পাক উনার কথা, যা সৃষ্টি নয় (গায়রে মাখলুখ) ।

১০. সর্বশক্তিমান মহান আল্লাহ পাক মানবজাতির হিদায়েতের জন্য এক লাখ চব্বিশ হাজার মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার নবী-রাসূল আলাইহিমুস সালাম উনাদেরকে পাঠিয়েছেন ।

১১. সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন শেষ নবী ও রসূল ।

১২. হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন “নূরে মুজাসসাম” অর্থাৎ তিনি নূর মুবারক দিয়ে তৈরী ।

১৩. হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শরীর মুবারক এর কোন ছায়া ছিল না ।

১৪. হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শরীর মুবারক এর সবকিছুই সবচেয়ে পবিত্র থেকে পবিত্রতম ।

১৫. হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরে আর কোন নবী-রাসূল আলাইহিস সালাম এই পৃথিবীতে আসবেন না কারণ তিনি হচ্ছেন “খাতামুন নাবিয়্যীন”। যদি কেউ নবী দাবী করে তাহলে সে কাফির এবং জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবে । যেমন কাদিয়ানী, বাহাই ফিরকা ।

১৬. সমস্ত নবী-রাসূল আলাইহিমুস সালামগণ হচ্ছেন মাছূম (নিষ্পাপ) ।

১৭. নবী-রাসূল আলাইহিমুস সালামগণ উনাদের পর, সব চেয়ে সম্মানিত হচ্ছেন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা। তারপর তাবেয়ীন অতঃপর তাবে-তাবেয়ীনগণ ।

১৮. হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের বিরোধিতা এবং সমালোচনা করা কুফরী ।

১৯. হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা প্রত্যেকই সত্যের মাপকাঠি ।

২০. হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের কোন ইশতিহাদই ভুল নয় ।


অনুরুপভাবে ইসালামের প্রতিটি ক্ষেত্রেই কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজমা এবং কিয়াস-এর আক্বীদার অনুসরণই আহলে সুন্নত ওয়াল জামায়াতের আক্বীদা ।

No comments:

Post a Comment