বার খলিফা আলাইহিমুস সালাম উনাদের নাম মুবারক
১। ছিদ্দিকে আকবর হযরত আবু বকর ছিদ্দিক আলাইহিস সালাম
২। ফারূকে আজম হযরত উমর ইবনুল খত্তাব আলাইহিস সালাম
৩। হযরত উসমান যুন নুরাইন আলাইহিস সালাম
৪। আসাদুল্লাহিল গালিব ইমামুল আউয়াল হযরত আলী কারামাল্লাহ ওয়াজহাহু আলাইহিস সালাম
৫। ইমামুছ ছানী মিন অহলে বাইতি রসুলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত ইমাম হাসান আলাইহিস সালাম
৬। হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু
৭। হযরত আবদুল্লা ইবনে যুবাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু
৮। হযরত উমর ইবনে আবদুল আযীয রহ্মতুল্লাহি আলাইহি
৯। হযরত সাইয়্যিদ শহীদ আহমদ বেরেলভী রহ্মতুল্লাহি আলাইহি
উপরোক্ত নয় জন সন্মানিত খলিফাগণ ইতিমধ্যেই বিছাল শরীফ লাভ করেছেন। হাদীস শরীফ মুতাবিক আগত সন্মানিত খলিফা তিন জন উনাদের লক্বব মুবারক উল্লেখ করা হল।
১০। হযরত অস্-সাফফাহ্ আলাইহিস সালাম
১১। হযরত আল মানসুর আলাইহিস সালাম
No comments:
Post a Comment