উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম
উনার ফাযায়িল ও ফযীলত
উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দিক্বা আলাইহাস সালাম উনার সম্পর্কে হাদীছ শরীফ-এ বর্ণিত রয়েছে- হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, মহিলাদের মধ্যে আমার নিকট হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম ও পুরুষদের মধ্যে উনার সম্মানিত পিতা হযরত আবু বকর ছিদ্দীক্ব আলাইহিস সালাম সর্বাধিক প্রিয়। (মুসলিম শরীফ, বুখারী শরীফ, ইবনে মাজাহ, কানযুল উম্মাল) হাদীছ শরীফ-এ আরো বর্ণিত রয়েছে, “হযরত মুসলিম আল বাত্বীন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি মুরসাল সূত্রে বর্ণনা করেন, আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি জান্নাতে আমার আহলিয়া হিসেবে থাকবেন।” সুবহানাল্লাহ! (ইবনে সা’দ, কানযুল উম্মাল) শুধু তাই নয়, উনার সম্পর্কে হাদীছ শরীফ-এ আরো বর্ণিত রয়েছে, “হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি নিজেই বর্ণনা করেন, আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, (হে আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম!)। আপনি কি দুনিয়া ও আখিরাতে আমার সঙ্গিনী হিসেবে থেকে সন্তুষ্ট নন? (আপনি জেনে রাখুন) আপনি দুনিয়া ও আখিরাতে আমার সঙ্গিনী হিসেবেই থাকবেন।” সুবহানাল্লাহ! (মুসতাদরিক, কানযুল উম্মাল) হাদীছ শরীফ-এ আরো বর্ণিত রয়েছে, “হযরত আবু মুসা আশয়ারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার ফযীলত অন্যান্য মহিলাদের উপর এতো বেশি যেমন খাদ্য বা তরকারীর মধ্যে লবণের ফযীলত শ্রেষ্ঠত্ব। সুবহানাল্লাহ! (বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিযী, নাসাঈ ইবনু মাজাহ, কানযুল উম্মাল, মিশকাত ইত্যাদি) হাদীছ শরীফ-এ বর্ণিত রয়েছে, হযরত মূসা বিন ত্বলহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার চেয়ে অধিক বিশুদ্ধভাষিণী আর কাউকে দেখিনি। সুবহানাল্লাহ! (তিরমিযী, মিশকাত শরীফ) হাদীছ শরীফ-এ আরো ইরশাদ হয়েছে, “উম্মুল মু’মিনীন, আল জালীলাতু, আফক্বাহুন নাস হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বড় ফক্বীহ, সবচেয়ে বেশি জানা ব্যক্তি এবং আম জনতার মধ্যে সবচেয়ে সুন্দর মতামতের অধিকারিণী।” (আল মুস্তাদরিক: আয়াত শরীফ ৪/১১) অর্থাৎ উ¤মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনাকে খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক ও আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা বেশুমার ফাযায়িল-ফযীলত দান করেছেন, হাদিয়া করেছেন।
উনার ফাযায়িল ও ফযীলত
No comments:
Post a Comment